Home Bangladesh গুলিস্তান-সায়েন্স ল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি : আইজিপি

গুলিস্তান-সায়েন্স ল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি : আইজিপি

60
0

জধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার ও সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্য’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটছে, বিষয়টি কীভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘সিদ্দিকবাজারের যে ঘটনা, এতে নাশকতার কোনো কিছু পাইনি। সায়েন্স ল্যাবের বিস্ফোরণেও এমন কিছু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি, খতিয়ে দেখছি। আইনগতভাবে যা করার তা করছি। এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।’

পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কী ধরনের পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘সম্প্রতি পাহাড়ে জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া যায়। তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করেছি এবং এখনও সফলভাবে অভিযান পরিচালিত হচ্ছে।’

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির উপমহাপরিদর্শক আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here