টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সিডনি ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভের এই ম্যাচে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে লাল-সবুজ জার্সিধারীরা। সেই ধারা সচল রাখার লক্ষ্যে প্রোটিয়াদের মুখোমুখি সাকিব আল হাসানরা। সিডনির এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। একজন বোলার বেশি নেওয়ার কারণে কপাল পুড়েছে ইয়াসির আলীর। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
দক্ষিণ আফ্রিকার একাদশেও একটি পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিদির জায়গায় সুযোগ হয়েছে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসির।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রোসো, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, তাবরেজ শামসি।