বুধবার অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর ফলে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ভিক্টোরিয়ায় ১৭ জন, নিউ সাউথ ওয়েলসে নয়জন এবং কুইন্সল্যান্ডে ছয়জন মারা গেছেন।
অধিবাসীদের ভেতর ভ্যাকসিন গ্রহণের হার বাড়তে থাকায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধ আরও শিথিল করেছে।
আজ, ১ জুন থেকে ভ্যাকসিন না নেয়া অস্ট্রেলীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের (পার্মানেন্ট রেসিডেন্ট) স্টেটে প্রবেশের পর আর কোয়ারান্টাইন করতে হবে না। টীকাবিহীন আন্তর্জাতিক প্রত্যাগতদের (নাগরিক ও স্থায়ী বাসিন্দা) জন্যে সাপ্তাহিক ৭০ জনের সীমাও তুলে দেয়া হয়েছে।
অস্ট্রেলীয় বাদে অন্য দেশের টীকাবিহীন নাগরিকদের কমনওয়েলথ নির্দেশ মোতাবেক অস্ট্রেলিয়ায় প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা রয়েছে।
১০ জুন ২০২২ থেকে, হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আবাসিক বয়স্ক সেবাকেন্দ্র এবং আবাসিক ডিজএবিলিটি কেন্দ্রের কর্মীদের তাদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য তিন ডোজ টীকা দেয়া থাকতে হবে।
তবে, একই তারিখ থেকে অন্যান্য কর্মক্ষেত্রের কর্মীদের ওপর থেকে টীকা দেওয়ার বাধ্যবাধকতা সরিয়ে ফেলা হবে।
এদিকে চীনের সবচেয়ে জনবহুল শহর সাংহাইতে বুধবার থেকে দুই মাসব্যাপী চলা লকডাউন শিথিল করা হয়েছে।
সেখানে সব গণপরিবহন আবারও চালু হয়েছে, বাসিন্দাদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।