Home International অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচন ২০২২: ভোট গ্রহণ পর্ব শেষ, শুরু হয়েছে ভোট গণনা

অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচন ২০২২: ভোট গ্রহণ পর্ব শেষ, শুরু হয়েছে ভোট গণনা

49
0

২০২২ সালের ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে, পুর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে শুরু হয়েছে ভোট গণনা। সারা দেশজুড়ে সবাই জানার অপেক্ষায় আছেন, কারা অস্ট্রেলিয়ার ৪৭ তম সংসদের নেতৃত্ব দিতে যাচ্ছেন?

আজ অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনের প্রাক্কালে অংশগ্রহণকারী সব দল ছয় সপ্তাহ ধরে নির্বাচনী প্রচারাভিযানে ব্যস্ত ছিল। বিভিন্ন দল জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সীমান্ত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং জলবায়ু ইস্যুতে নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেছেন জনগনের কাছে। অস্ট্রেলিয়ার জনগন তাদের রাজনৈতিক মতামত ও সমর্থনের প্রতিফলন ঘটাতে যাচ্ছেন আজকের নির্বাচনে। 

সিডনীর ম্যাকআর্থার নির্বাচণ কেন্দ্রে ভোটদানকারী নাগরিকদের মতামত জানতে সেখানে গিয়েছিলেন নেপালীর সাংবাদিক সুনীতা পোখারেল। তার নেওয়া সাক্ষাৎকারে অভিবাসী সম্প্রদায়ের ভোটাররা জানিয়েছেন এদেশের সাথে নিজ দেশের নির্বাচন আর রাজনীতির ফারাক কেমন, কোন দলকে আর কোন রাজনীতিকে তারা সমর্থন করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here