Home International রেকর্ড গড়ে আবারও মসনদে মমতা

রেকর্ড গড়ে আবারও মসনদে মমতা

141
0

২০১১ সালের ব্যবধান ছাপিয়ে জয়ী হলেন মমতা। রেকর্ড গড়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হলেন তৃণমূল নেত্রী।

রবিবার ভোট গণনার ২১ রাউন্ডে তিনি এগিয়ে ছিলেন ৫৮ হাজার ৩৮৯ ভোটে। এর সঙ্গে যুক্ত হয় পোস্টাল ব্যালটের ৪৪৩টি ভোট। সব মিলিয়ে ৫৮ হাজার ৮৩২ ভোটে তৃতীয়বারের মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত করলেন মমতা। মমতা ৮২ হাজারের বেশি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৫ হাজারের বেশি ভোট।

ভবানীপুরে মমতা কত ভোটে জিতবেন সেদিকেই নজর ছিল গোটা দেশের। মোট ২১ রাউন্ড ভোট গণনা হয়। প্রথম থেকেই প্রতি রাউন্ডে ভোটের ব্যবধান বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরের দিকেই ভবানীপুরের মোট ভোটের ৭৭ শতাংশ পান মমতা। বিজেপি পায় ১৯ শতাংশ ভোট। 

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হয়। এই আসনে ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা জয়ী হয়েছিলেন। এবারের উপনির্বাচনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে লড়াই হয় তৃণমূল প্রার্থী মমতার সঙ্গে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। জয়ের ব্যাপারে তৃণমূল শতভাগ আশাবাদী ছিল। তারা বলে আসছিল, উপনির্বাচনে মমতাই জিতবেন। তিনিই থাকছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here