Home International আফগান ইস্যুতে শি জিনপিং-পুতিন ফোনালাপ

আফগান ইস্যুতে শি জিনপিং-পুতিন ফোনালাপ

118
0

আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে এক ফোন কলে আলোচনা করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনা বার্তা সংস্থা শিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক।

প্রতিবেদনে বলা হয়, পুতিনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট শি জিন পিং আফগানিস্তানের সকল পক্ষকে মুক্ত এবং অন্তর্ভুক্তমূলক রাজনৈতিক কাঠামো গঠন করার আহ্বান জানিয়েছেন। এছাড়া তাদেরকে মধ্যমপন্থি, সুস্থির নীতি প্রণয়ন এবং সকল সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বানও জানিয়েছেন তিনি।

ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কী বলেছেন খবরে তা উল্লেখ করা হয়নি।

এর আগে গত শুক্রবার ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। ওই সময় তিনি বলেন, আফগানিস্তানের প্রায় সম্পূর্ণ অংশ তালেবানের নিয়ন্ত্রণে। এটাই বাস্তব, এ বাস্তবতা সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে ও আফগানিস্তান রাষ্ট্র ভেঙে পড়া প্রতিরোধে পদক্ষেপ নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here