Home Health কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে আবারও রেকর্ড সংখ্যক কেস সনাক্ত, ভিক্টোরিয়ায় রিজিওনাল...

কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে আবারও রেকর্ড সংখ্যক কেস সনাক্ত, ভিক্টোরিয়ায় রিজিওনাল কেস সংখ্যা বাড়ছে

149
0

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২২ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

  • নিউ সাউথ ওয়েলসে ৮৩০ জন সনাক্ত, তিন জনের মৃত্যু।
  • ভিক্টোরিয়ায় ৬৫টি নতুন কেস সনাক্ত, এদের মধ্যে ২১ জনের সম্পৃক্ততা রয়েছে শেপার্টন প্রাদূর্ভাবের সঙ্গে।
  • এসিটি-তে ১৯টি নতুন কেস সনাক্ত।
  • কুইন্সল্যান্ডে আরও একদিন নতুন কোনো কেস সনাক্ত হয় নি।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৮৩০টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে।

রাজ্যটিতে আরও তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন পুরুষ, যাদের একজনের বয়স ৬০ এর কোঠায় এবং আরেকজনের বয়স ৭০ এর কোঠায়। এরা দু’জনই এক ডোজ করে টিকা গ্রহণ করেছিলেন। আর বাকি একজন হলেন ৮০ এর কোঠার একজন নারী। তিনি টিকা লাগান নি এবং ক্লোজ কন্টাক্ট ছিলেন। তিন জনের মৃত্যুর পর বর্তমান প্রাদূর্ভাবে মোট মৃত্যু-সংখ্যা দাঁড়ালো ৭১।

বর্তমানে কোভিড আক্রান্ত ৫৫০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মাঝে ৯৪ জন ইনটেনসিভ কেয়ারে আছেন।

হেলথ মিনিস্টার ব্রাড হ্যাজার্ড বলেন, বিগত কয়েক দিনে নিউ সাউথ ওয়েলসে ব্যাপক সংখ্যক লোক টিকার জন্য নিবন্ধন করেছেন।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ৬৫টি কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৫৫টি কেসের সম্পর্ক রয়েছে বিদ্যমান প্রাদূর্ভাবগুলোর সঙ্গে আর বাকি ১০টির বিষয়ে খোঁজ করা হচ্ছে।

সংক্রমিত থাকার পুরো সময়টিতে মাত্র ১২টি কেস আইসোলেশন বা নির্জনবাসে ছিল।

এসব কেসগুলোর মধ্য থেকে অন্তত ২১টির সম্পৃক্ততা রয়েছে রিজিওনাল টাউন শেপারটনের প্রাদূর্ভাবের সঙ্গে।

ভিক্টোরিয়া রাজ্য জুড়ে লকডাউন চলছে।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, মেলবোর্নে গতকালের লকডাউন-বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছয় জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত ১৯টি নতুন কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ছয় জন সংক্রমিত থাকা অবস্থায় কমিউনিটিতে ছিলেন। একজন ANU শিক্ষার্থীর কোভিড টেস্ট পজেটিভ হয়েছে, তবে তিনি আইসোলেশন বা নির্জনবাসে আছে।

কুইন্সল্যান্ডে আরও এক দিন নতুন কোনো কেস সনাক্ত করা হয় নি। রাজ্যটিতে এখন মাত্র ২৯ টি সক্রিয় কেস রয়েছে।ALC

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here