Home International আমেরিকানদের সরানোর আগ পর্যন্ত মার্কিন সেনা আফগান ছাড়বে না: বাইডেন

আমেরিকানদের সরানোর আগ পর্যন্ত মার্কিন সেনা আফগান ছাড়বে না: বাইডেন

152
0

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বিলম্ব হতে পারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগান ভূখণ্ড থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তবে তালেবান কাবুল দখল করে নেওয়ায় দেশটিতে থাকা প্রায় ১৫ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত মার্কিন বাহিনী আফগানিস্তানে অবস্থান করবে। বুধবার সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বাইডেন।

বিদ্যুৎ গতিতে রাজধানী কাবুল দখল করে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। শুধু কাবুলই নয় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। পতন ঘটেছে গণি সরকারের। আতঙ্কে দেশ ছাড়ছে বহু আফগান নাগরিক। নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ।

এমন বাস্তবতায় আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব নাগরিক ফিরিয়ে নেওয়া না পর্যন্ত মার্কিন সেনা আফগানিস্তানে থাকবে বলে জানিয়ে দিয়েছেন জো বাইডেন। সামরিক বিমানে করে দ্রুত নাগরিকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তালেবান শহরের গুরুত্বপূর্ণ নিরাপত্তা চৌকিগুলোতে কাবুল বিমানবন্দরমুখী মানুষদের বাধা দিচ্ছে বলে জানা গেছে।

তবে কাবুলের হামিদ কার্জাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। পরিস্থিতি অবনতিতে মার্কিন নাগরিকদের ফেরাতে সময় লাগতে পারে। আর এতে আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও এই সময়সীমা বাড়তে বলে জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সেনারা সেখানে থাকবে। 

বাইডেন আরও জানান, ১০ থেকে ১৫ হাজার আমেরিকান নাগরিককে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে হবে। তেমনি একসময় আমেরিকার সেনাবাহিনীর অনুবাদক হিসেবে কাজ করা ৫০ থেকে ৬৫ হাজার আফগান নাগরিককেও সরিয়ে নেওয়া প্রয়োজন। এখন পর্যন্ত ৬ হাজার মানুষকে আফগান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here