মডার্না কোভিড-১৯ ভ্যাকসিনের সাময়িক অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন। ফলে অস্ট্রেলিয়ায় টিকাদান কর্মসূচিতে ফাইজার এবং অ্যাস্ট্রা জেনিকার সঙ্গে যুক্তরাষ্ট্রে তৈরি এই ভ্যাকসিনটিও ব্যবহারের পথ প্রশস্ত হলো।
ফাইজারের মতোই মডার্না ভ্যাকসিন একটি মেসেঞ্জার আর-এন-এ ভ্যাকসিন। মডার্নার সি-ই-ও স্টেফান ব্যানসেল টাইম ম্যাগাজিনকে বলেন, এই ভ্যাকসিনটি দেহের কোষগুলোকে শিক্ষা দেয় কীভাবে একটি প্রোটিন তৈরি করতে হয়, যার মাধ্যমে দেহে প্রতিরোধ-ক্ষমতা স্বাভাবিকভাবে কার্যকর হয়।
তিনি বলেন, ১০ বছর আগে মডার্না কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এটি বিশেষভাবে এম-আর-এন-এ নিয়ে কাজ করে। তিনি বলেন, এটি একটি বেসিক মেকানিজম যা পৃথিবীর সকল প্রাণ-ই ব্যবহার করে।
মডার্না ভ্যাকসিন দুই ডোজ লাগাতে হয়, ২৮ দিনের ব্যবধানে।
অস্ট্রেলিয়ায় কবে আসবে এই ভ্যাকসিন? কবে নাগাদ মানুষ এটি গ্রহণ করতে পারবে?
সরকার ২৫ মিলিয়ন ডোজ নিশ্চিত করেছে এবং আশা করা হচ্ছে যে, ২০২১ সালে ১০ মিলিয়ন মডার্না ভ্যাকসিন অস্ট্রেলিয়ায় আসবে।
হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট চ্যানেল নাইনের দ্য টুডে শো-তে বলেন, ১৮ বছর ও এর চেয়ে বেশি বয়সী অস্ট্রেলিয়ানদের জন্য মডার্না ভ্যাকসিন সাময়িকভাবে অনুমোদন করা হয়েছে।
মডার্না ভ্যাকসিনের প্রথম মিলিয়ন ডোজ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে। তখন এটি দেশ জুড়ে ফার্মেসিগুলোতে পাঠানো হবে।
আরও তিন মিলিয়ন ডোজ আসার কথা রয়েছে এ বছরের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে এটি আরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
অস্ট্রেলিয়ায় ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে মডার্না ভ্যাকসিন লাগানোর জন্য সাময়িক অনুমোদন দিয়েছে থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (TGA)। কোভিড-১৯ টিকাদান কর্মসূচির ক্ষেত্রে অস্ট্রেলিয়ান টেকনিকাল অ্যাডভাইজোরি গ্রুপ অন ইমুনাইজেশন (ATAGI) মডার্না ভ্যাকসিনের এই সাময়িক অনুমোদন ও সরবরাহের বিষয়টি বিবেচনায় রাখবে।
TGA বস স্কেরিট বলেন, মডার্না ভ্যাকসিনটি অত্যন্ত কার্যকর বলে ভাবা হচ্ছে। যদিও মেডিকেল গবেষণায় দেখা যায়, হাসপাতালে ভর্তি ও মৃত্যু রোধে অস্ট্রেলিয়ায় অনুমোদিত সকল কোভিড-১৯ ভ্যাকসিন চমৎকার সুরক্ষা দিচ্ছে।
তিনি বলেন, ১২ বছর ও তদূর্ধ্ব বয়সী শিশুদের ওপরে এর প্রয়োগ নিয়ে আগামী মাসগুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বহু দেশেই এরই মধ্যে মডার্না ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। যেমন, যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ইওরোপীও ইউনিয়ন, সিঙ্গাপুর এবং আরও কয়েকটি দেশে।