চিত্রনায়িকা পরীমণি ও হেলেনা জাহাঙ্গীরসহ সাম্প্রতিক সময়ে এরকম যেসব অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), সেসব ঘটনায় তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদর দফতরে চিঠি দিয়েছে দেশের একমাত্র এলিট ফোর্স খ্যাত এই বাহিনী।
সোমবার (৯ আগস্ট) বিকালে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পরীমণি ও তার সহযোগীদের গ্রেফতারে যেসব অভিযান র্যাব পরিচালনা করেছে, সেই মামলাগুলোর তদন্তের দায়িত্ব আমরা চেয়েছি। অন্য কোনও মামলা না।’
এর আগে রবিবার (৮ আগস্ট) পুলিশ সদর দফতরে পুলিশ মহাপরিদর্শকের কাছে এই আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, পরীমণি, তার সহযোগী এবং হেলেনা জাহাঙ্গীর ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা মোট ১২টি মামলার তদন্তের দায়িত্ব চেয়েছে র্যাব।