Home International ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা বাড়লো

ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা বাড়লো

129
0

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই তিন দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা বাড়ানোর তথ্য নিশ্চিত করেছে রোম বাংলাদেশের দূতাবাস।

ভারতে করোনার সংক্রমণ সম্প্রতি কিছুটা কমে আসলেও সামনে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনার ডেল্টার প্রকোপের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কাতেও বাড়ছে সংক্রমণ।

একই পরিস্থিতি বাংলাদেশেও। সংক্রমণের বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ বহাল থাকলেও মৃত্যু ও আক্রান্তের হার কমছে না। বরং পরিস্থিতি আগের চেয়ে অবনতির দিকে। এমন অবস্থায় এই তিন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইতালি সরকার। আগামী ৩০ আগস্ট পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবে না। শুক্রবার ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দূতাবাস জানিয়েছে, ২৯ জুলাই ইতালির স্বাস্থ্যমন্ত্রীর সই করা নতুন আদেশ অনুযায়ী দেশটিতে করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা আগামী ৩০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে, বাংলাদেশি প্রবাসীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে দূতাবাস ইতালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এছাড়া বাংলাদেশে আটকে থাকা প্রবাসীদের ইতালিতে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here