ভারতে এখনও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শেষ হয়নি জানিয়ে সতর্ক করেছেন সরকারের শীর্ষ উপদেষ্টা। দেশজুড়ে সংক্রমণ কমে আসায় ধারণা করা হচ্ছিল দ্বিতীয় ঢেউয়ের অবসান হতে চলছে। শুক্রবার এমন ভাবনায় জল ঢেলে দিলেন দেশটির সরকারের নীতি নির্ধারকরা।
ভারতে সপ্তাহ খানেক ধরে কমছে করোনাভাইরাসের সংক্রমণ। কিছুদিন আগেই তাণ্ডব চালিয়েছে এই ভাইরাস। তবে এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় অনেকেই ভাবছেন ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শেষের পথে। তবে সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলছে এমন চিন্তা করার সময় এখনও আসেনি।
দেশটির কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পাল বলেন, ‘যুদ্ধ এখনও শেষ হয়নি। বিপদ আমাদের সঙ্গেই রয়েছে। দ্বিতীয় ঢেউ শেষ করতে হলে আমাদের সবাইকে বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলতে হবে’।
কয়েকদিন ধরে পর্যটন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। মানালির সড়কেও ভিড় বেড়েছে অনেকের। স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা শুরু করেছে। সাধারণ মানুষের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে সতর্ক করেন ভি কে পাল। পরিস্থিতি এমন চলতে থাকলে তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও করছেন তিনি।
সরকারের তথ্যমতে, বৃহস্পতিবার ভারতের ৬৬টি জেলায় ১০ শতাংশের উপরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্র এবং কেরালাতে আক্রান্তের হার বেশি। ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপও অন্য দেশের তুলনায় অনেকে বেশি। তাই সবাই মাস্ক পড়ে চলাফেরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৭ হাজারের বেশি মানুষ।