Home International তালেবানের ক্ষমতা দখল অবশ্যম্ভাবী নয়: বাইডেন

তালেবানের ক্ষমতা দখল অবশ্যম্ভাবী নয়: বাইডেন

140
0

পশ্চিমা বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দেশটির ক্ষমতা দখল করবে তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন আশঙ্কার সঙ্গে পুরোপুরি একমত নন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়লেও দেশটিতে তালেবানের ক্ষমতা দখল অবশ্যম্ভাবী নয়। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেন, তালেবানের ওপর তার বিশ্বাস নেই। তবে আফগান সামরিক বাহিনী দলটির অগ্রযাত্রা থেকে দেশটিকে ধরে রাখতে পারবে। তারা স্পষ্টতই কাবুল সরকারকে ধরে রাখার ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা ঐক্যবদ্ধভাবে সেটি করবে কিনা।

বিগত দুই দশকে তিন লাখ আফগান সেনাকে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

জো বাইডেন বলেন, একটি স্থিতিশীল ও নিরাপদ আফগানিস্তান তৈরিতে সহায়তার প্রতিশ্রুতি থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে না। দেশটিতে মানবিক ও নিরাপত্তা সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

এদিনের ভাষণে আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তানে মার্কিন সামরিক মিশনের ইতি ঘটানোর ঘোষণা দেন জো বাইডেন। একইসঙ্গে গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাঁচাতে আফগান নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইতিহাসে কোনও দেশই আফগানিস্তানকে ঐক্যবদ্ধ করতে পারেনি। যুক্তরাষ্ট্রও জাতি গঠনের জন্য সেখানে যায়নি। আফগানরাই তাদের দেশের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত সপ্তাহে আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করে মার্কিন সেনারা। দেশটিতে এটিই ছিল তাদের প্রধান ঘাঁটি। বেশিরভাগ ন্যাটো সেনারাও আফগানিস্তান ছেড়েছে। এমন সুযোগে সশস্ত্র গোষ্ঠী তালেবান সরকারিবাহিনীর বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়েছে। বেশ কিছু অঞ্চলের দখলও নিয়েছে। অনেক জায়গায় বিনা প্রতিরোধে পিছু হটেছে সরকারি বাহিনী। তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে সহস্রাধিক আফগান সেনা। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার তালেবানের ক্ষমতা দখলের শঙ্কা নিয়ে নিজের মনোভাব পরিষ্কার করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here