Home Bangladesh আগামী সপ্তাহেই ৪৫ লাখ ডোজ টিকা পাওয়ার আশা

আগামী সপ্তাহেই ৪৫ লাখ ডোজ টিকা পাওয়ার আশা

121
0

জুলাইয়ের প্রথম সপ্তাহে ৪৫ লাখ ডোজ টিকা পাওয়ার আশা করছে সরকার। এরমধ্যে যুক্তরাষ্ট্রের ২৫ লাখ মডার্না টিকা কোভ্যাক্সের মাধ্যমে এবং ২০ লাখ সিনোফার্মার টিকা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

কোভ্যাক্সের টিকার বিষয়ে ওয়াশিংটন থেকে কূটনীতিক জানান, ‘আমরা গতকাল (সোমবার) স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছি এবং তারা আমাদের জানিয়েছে শীঘ্রই টিকা পাঠানোর ব্যবস্থা করবে।’

কবে নাগাদ টিকা আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এক সপ্তাহের মধ্যে।’

২৫ লাখের পর আরও টিকা যুক্তরাষ্ট্র থেকে আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের অনুরোধ করেছি বিশেষ করে আসট্রোজেনেকার জন্য এবং বিষয়টি বিবেচনা করছে।

সিনোফার্মার টিকার বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘চীন থেকে টিকা আনার জন্য আমাদের বিমান বেইজিং যাবে এবং কবে যাবে সেটির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।’

জুলাই মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে বিমান যাবে জানান তিনি। উল্লেখ্য, এর আগে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন এবং উভয়ক্ষেত্রে বিমান পাঠিয়ে টিকা আনতে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here