চীনের সঙ্গে নতুন কোনও শীতল যুদ্ধ নেই। তবে পশ্চিমা মিত্রদেরকে বেইজিংয়ের উত্থানের চ্যালেঞ্জ মানিয়ে নিতে হবে। সোমবার এমন মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
ন্যাটো জোটের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেন্স স্টোলটেনবার্গ বলেন, ‘আমরা একটি নতুন শীতল যুদ্ধে প্রবেশ করছি না এবং চীন আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের শত্রু নয়। তবে চীনের উত্থান আমাদের নিরাপত্তার জন্য যে চ্যালেঞ্জ তৈরি করেছে জোট হিসেবে সেটি আমাদের একসঙ্গে মোকাবিলা করা দরকার।’
এমন সময়ে ন্যাটো মহাসচিব এ মন্তব্য করলেন যার একদিন আগেই পশ্চিমা দেশগুলোকে নিয়ে বিরূপ মন্তব্য করে চীন। লন্ডনে নিযুক্ত চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেন, একটা সময় ছিল যখন কয়েকটি দেশের ছোট্ট একটি গোষ্ঠী (পশ্চিমা দুনিয়া) বৈশ্বিক সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করতো, কিন্তু সেই যুগ শেষ হয়ে গেছে। আমরা সব সময়ই বিশ্বাস করি, ছোট বা বড়, শক্তিধর বা দুর্বল, ধনী বা দরিদ্র যাই হোক- সব দেশই সমান। আন্তর্জাতিক বিষয়গুলো সব দেশের সঙ্গে পরামর্শের মাধ্যমেই পরিচালিত হওয়া উচিত।
এর মধ্যেই সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাটো দেশগুলোকে চীনের উত্থানের চ্যালেঞ্জকে মানিয়ে চলার পরামর্শ দিলেন ন্যাটো মহাসচিব। সূত্র: হিন্দুস্তান টাইমস, রয়টার্স।