Home International বাইডেনের হুঁশিয়ারির জবাবে যা বললেন পুতিন

বাইডেনের হুঁশিয়ারির জবাবে যা বললেন পুতিন

125
0

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে তলানিতে ঠেকেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই সম্পর্ক উন্নয়নে উভয় দেশকেই মনোযোগী হওয়া উচিত মনে করে তিনি। বাইডেনের সর্তকবার্তার প্রতিক্রিয়ায় শুক্রবার এনবিসি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এ আহ্বান জানান পুতিন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া পর আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় প্রথমবার পুতিনের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে বাইডেনের। তার আগেই পুতিনকে হুঁশিয়ার করে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, অন্য গণতান্ত্রিক দেশগুলোকে রাশিয়া ভয় দেখালে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র।

এ নিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে সাক্ষাৎকার দেন পুতিন। বাইডেনের সতর্কবার্তার ইস্যু টেনে সাংবাদিক পুতিনের কাছে প্রশ্ন রাখেন। ‘পুতিন বলেন, আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে। তবুও দুই দেশের সম্পর্ক আগের চেয়ে আরও অবনতি হয়েছে। এই তিক্ত সম্পর্ক কাটানো জরুরি’।

গত বুধবার যুক্তরাজ্যের মিলডেনহলের রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে পৌঁছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে সংঘাত চাই না… আমরা চাই একটি স্থিতিশীল ও অনুমানযোগ্য সম্পর্ক।’

তিনি আরও বলেন,‘আমার অবস্থান পরিষ্কার: রুশ সরকার ক্ষতিকর কার্যক্রমে যুক্ত হলে যুক্তরাষ্ট্র অর্থপূর্ণ উপায়ে প্রতিক্রিয়া জানাবে। আমরা ইতোমধ্যে তার প্রতিফলন ঘটিয়েছি। আমরা বলে দিতে চলেছি যে যুক্তরাষ্ট্র, ইউরোপ বা অন্য কোনও জায়গায় গণতন্ত্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা হলে পরিণাম ভোগ করতে হবে।’

এনবিসি নিউজকে পুতিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন, তিনি একেবারেই আলাদা। খুবই মেধাবি একজন মানুষ। আমি তাকে এখনো ভালো মানুষ বলে জানি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here