Home International করোনা চেনে না ধর্মগুরু, গুরমিত সিংও ধরাশায়ী

করোনা চেনে না ধর্মগুরু, গুরমিত সিংও ধরাশায়ী

160
0

ভারতের বহুল আলোচিত বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-এর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার সকালে তাকে হরিয়ানার সুনারিয়া জেল থেকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কোভিড পরীক্ষায় তার পজিটিভ রেজাল্ট আসে। বর্তমানে তাকে হাসপাতালের কোভিড ওয়ার্ডে রাখা হয়েছে।

৫৩ বছরের গুরমিত রাম রহিম সিং ডেরা সচ্চা সৌদা নামের বিতর্কিত একটি ধর্মীয় সংগঠনের প্রধান। খুন ও ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বন্দি জীবনযাপন করছেন।

গত ৩ জুন রাম রহিমের পেটে ব্যথা হয়। এরপর তাকে রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এ নিয়ে গিয়ে কয়েকটি পরীক্ষা করানো হয়। যদিও কোভিড পরীক্ষা করতে অস্বীকার করেন তিনি। পরে রবিবার তার কোভিড পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।

জেলের অন্য কয়েদিদেরও হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। করোনার পাশাপাশি রাম রহিমের পেটের সিটি স্ক্যানও করানো হয়েছে। তবে তাতে বিশেষ কিছু ধরা পড়েনি। গত মে মাসেই তাকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অসুস্থতার কারণে। তার রক্তচাপ খুবই বেড়ে গিয়েছিল। সেখানে কয়েক দিন থেকে জেলে ফিরেছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে ধর্ষণের মামলায় গুরমিত রাম রহিম সিং-এর বিরুদ্ধে আদালত রায় ঘোষণার পর রণক্ষেত্রে পরিণত হয় ভারতের পাঞ্জাব-হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকা। ভারতে যে ৩৬ জন ভিভিআইপি জেড ক্যাটাগরির সুরক্ষা পান, তিনি ছিলেন তাদের একজন। দেশটির ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল।

১৯৬৭ সালের ১৫ আগস্ট রাজস্থানের গঙ্গানগর জেলার শ্রী গুরুসর মোদিয়া গ্রামে জন্মগ্রহণকারী রাম রহিমের প্রায় পাঁচ কোটি ভক্ত রয়েছে। সূত্র: নিউজ ১৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here