Home International লাতিন আমেরিকার শীর্ষ ধনী কার্লোস স্লিমের করোনা পজিটিভ

লাতিন আমেরিকার শীর্ষ ধনী কার্লোস স্লিমের করোনা পজিটিভ

177
0

লাতিন আমেরিকার শীর্ষ ধনী কার্লোস স্লিম নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেক্সিকোর ৮০ বছর বয়সী এ টেলিকম ধনকুবেরের মধ্যে ‘মৃদু উপসর্গ’ দেখা গিয়েছিল। তিনি এখন ‘ভালো আছেন’ বলে টুইটারে লিখেছেন তাঁর ছেলে। খবর বিবিসির।

করোনাভাইরাস মহামারিতে বিশ্বের যেসব দেশ বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, মেক্সিকো তার মধ্যে অন্যতম। উত্তর আমেরিকার এ দেশটিতে এরই মধ্যে ১৭ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর দেশটিতে প্রাণ হারিয়েছে দেড় লাখেরও বেশি মানুষ।

সোমবারের টুইটে স্লিমের ছেলে কার্লোস স্লিম দোমিত জানিয়েছেন, ‘এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাবার কোভিড-১৯-এর মৃদু উপসর্গ থাকার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’

ওই টুইটে বলা হয়েছে, মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশান ফর ক্লিনিকাল অ্যানালাইসিস কার্লোস স্লিমকে দেখভাল করছে।

মেক্সিকোর এ ধনকুবের ও তাঁর পরিবার দেশটির সর্ববৃহৎ টেলিকম কোম্পানি আমেরিকা মোভিলের নিয়ন্ত্রক। তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক পাঁচ হাজার ২০০ কোটি ডলার বলে ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের তথ্যে ধারণা দেওয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here