Home Health ৬ দেশকে করোনার টিকা অনুদান দেবে ভারত

৬ দেশকে করোনার টিকা অনুদান দেবে ভারত

127
0

প্রতিবেশীসহ মোট ছয়টি দেশকে অনুদান সহায়তার আওতায় করোনাভাইরাসের টিকা সরবরাহ করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। আজ মঙ্গলবার এ ঘোষণা দেয় দেশটি।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, কাল বুধবার থেকে এই অনুদান সহায়তার আওতায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, মিয়ানমার ও সেশেলসকে টিকা সরবরাহ শুরু করবে নরেন্দ্র মোদির সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অংশীদার দেশগুলোতে আগামী সপ্তাহ ও মাসগুলোতে কোভিড-১৯ টিকা সরবরাহ করবে ভারত। নিজ দেশের চাহিদার ওপর নির্ভর করে কয়েকটি ধাপে এ টিকা সরবরাহ করা হবে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, টিকা সরবরাহ করার জন্য শ্রীলংকা, আফগানিস্তান ও মরিশাস থেকে আসা প্রয়োজনীয় ছাড়পত্রের নিশ্চয়তা পাওয়ার অপেক্ষা করছে ভারত। এ তিনটি দেশ থেকে ছাড়পত্র পাওয়ার পর তাদেরকেও টিকা সরবারাহ করা হবে।

এদিকে বাংলাদেশ সরকারিভাবে ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার।

তবে এর আগে বৃহস্পতিবার দেশে পৌঁছাবে ২০ লাখ ডোজ টিকা, যা ভারত সরকার ‘উপহার’ হিসেবে বাংলাদেশকে পাঠাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here