Home Health ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু খুলনায়, বেশি শনাক্ত ঢাকায়

২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু খুলনায়, বেশি শনাক্ত ঢাকায়

147
0

রবিবার (২৭ জুন) করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল খুলনা বিভাগে, আজ  সোমবার সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। এর মধ্যে খুলনা বিভাগে মারা গেছেন ৩৫ জন। রবিবার দেশে মহামারিকালের সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। তাদের মধ্যে ৩২ জনই ছিল খুলনা বিভাগের।

গত ২৬ জুন বাদ দিয়ে তার আগের টানা চারদিনেও খুলনা বিভাগে মৃত্যু সংখ্যা বেশি ছিল।

তারও আগে গত ২৫ জুন মারা যাওয়া ১০৮ জনের মধ্যে এ বিভাগের ছিলেন ২৭ জন, ২৪ জুন মারা যাওয়া ৮১ জনের মধ্যে ছিলেন ২৩ জন, ২৩ জুন মারা যাওয়া মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ছিলেন ৩৬ জন, আর  গত  ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনার বাসিন্দা।

কেবলমাত্র গত ২৬ জুন একদিনে চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছিল ২০ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

তবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। মোট শনাক্ত ৮ হাজার ৩৬৪ জনের মধ্যে প্রায় অর্ধেকেই ঢাকা বিভাগের। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৯৮ জন।

ময়মনসিংহ বিভাগে ২৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮১১ জন, রাজশাহী বিভাগে ৮৮৩ জন, রংপুর বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে এক হাজার ৪৬৪ জন, বরিশাল বিভাগে ১৮১ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ২৩৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here