করোনাভাইরাসের টিকা নেওয়ার পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘টিকা নেন সবাই। কোনো ভয় নেই। সবাইকে বলব, এটা আপনার অধিকার। টিকা নেওয়ার জন্য যার যেদিন সময় হবে নিয়ে নেবেন।’
আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা নেওয়া শেষে এসব কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী যদি আজকে টিকা নিতেন তাহলে মানুষ আরও বেশি সাহস পেত।’
সবাইকে টিকা নেওয়ার তাগিদ দিয়ে ডা. জাফরুল্লাহ আরও বলেন, ‘আমার রিকশাওয়ালা ভাইকে, বাড়ির কাজ করেন যারা তাদেরকে, সাধারণ মানুষ সবাই যেন টিকা সুবিধা পায়।… আমরা যারা আস্থাবান, তাঁরা না, সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার।’
বঙ্গবন্ধু মেডিকেলের টিকা ব্যবস্থাপনার প্রশংসাও করেন ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, ‘এখানে ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে। বিএসএমএমইউর সব কর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়। সেদিন ৩০ জনের কম মানুষকে টিকা দেওয়া হয়। পরদিন দেওয়া হয় সাড়ে ৫০০ মানুষকে।
সব মিলিয়ে দুদিনে টিকা দেওয়া হয় মোট ৫৭৭ জনকে। এদের কারোর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য আসেনি। এর ১০ দিন পর আজ সারা দেশে একযোগে শুরু হওয়া গণটিকা কর্মসূচিতে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, জনপ্রতিনিধি আগে টিকা নিয়েছেন।
সরকারের হাতে এই মুহূর্তে টিকা আছে ৭০ লাখ। এর মধ্যে ৫০ লাখ কিনে আনা। বাকি ২০ লাখ ভারত উপহার হিসেবে পাঠিয়েছে। আগামী ছয় মাসে আরো তিন কোটি টিকা আনার পরিকল্পনা রয়েছে সরকারের।