Home Bangladesh যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ যাত্রীর দেহে করোনা শনাক্ত

যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ যাত্রীর দেহে করোনা শনাক্ত

180
0

যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ যাত্রীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। চার দিনের কোয়ারিন্টেন শেষে গতকাল রোববার নমুনা সংগ্রহের পর আজ সোমবার আসা রিপোর্টে তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়।

গত ২১ জানুয়ারি বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে তারা দেশে আসেন। এরপর নগরের বিভিন্ন হোটেলে তারা কোয়ারেন্টিনে ছিলেন। করোনা শনাক্তের পর এই যাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফুল্লাহ তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে নামেন ১৫৭ প্রবাসী। সিলেটে আসার পর সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বিভিন্ন হোটেলে রাখা হয়। দেশে আসার পর নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ শনাক্ত হয়। আগের নিয়ম অনুসারে, তাদের চার দিন কোয়ারেন্টিনে থাকার কথা। এ হিসেবে আজ সোমবার তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছেড়ে দিতে রোববার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। এতে ২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনাক্রান্ত এসব যাত্রীদের ১৫ জন শহরের বিভিন্ন অবস্থান করছিলেন।

করোনাভাইরাসের পরীক্ষায় এসব যাত্রী পজিটিভ প্রমাণিত হওয়ায় তাদের সিলেটের খাদিমপাড়াস্থ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো জানা যায়, যুক্তরাজ্যে করোনার নতুন ধরণ ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন দেশ তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছে। তবে বাংলাদেশ বিমানের ফ্লাইট এখনও অব্যাহত রয়েছে। সপ্তাহে দুদিন যুক্তরাজ্যর লন্ডন থেকে সিলেটে আসে বিমানের দুটি ফ্লাইট। আজ সোমবারও যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন আরও ১৪৩ সিলেটি। আজ দুপুরে তারা ওসমানী বিমানবন্দরে পৌঁছার পর নেওয়া হয়েছে কোয়ারেন্টিনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here