Home Health ডেল্টার বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে টিকার দুই ডোজ: ইএমএ

ডেল্টার বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে টিকার দুই ডোজ: ইএমএ

151
0

কোভিড-১৯ টিকার দুটি ডোজ করোনাভাইরাসের অতি সংক্রামক ও দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ) এই পর্যালোচনার কথা জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ইউরোপে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে করোনার নতুন ঢেউয়ের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)যখন সতর্ক করছে তখন ইএমএ এই পর্যালোচনা হাজির করলো।

ইএমএ’র ভ্যাকসিন কৌশল প্রধান মার্কো কাভালেরি জানান, ডেল্টা ভ্যারিয়েন্টের দ্রুত ছড়িয়ে পড়ায় সৃষ্ট উদ্বেগের বিষয়ে তার সংস্থা সচেতন। তিনি বলেন, এই মুহূর্তে ইইউ অনুমোদিত চারটি ভ্যাকিসন ভেল্টাসহ ইউরোপে ছড়ানো সব করোনাভাইরাসের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে।

তিনি আরও বলেন, সরেজমিন থেকে পাওয়া তথ্যে প্রমাণ পাওয়া যাচ্ছে, টিকার দুটি ডোজ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে।

তিনি জানান, গবেষণাগারের পরীক্ষাতেও দেখা গেছে টিকার অ্যান্টিবডি ডেল্টা ভ্যারিয়েন্টকে নিষ্ক্রিয় করতে পারে। ফলে এটি খুবই ভরসাজনক খবর।

ইইউতে অনুমোদন পাওয়া চারটি ভ্যাকসিন হলো, ফাইজার-বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকা।

অঞ্চলটিতে টিকাদান কর্মসূচিতে গতি আসলেও ডব্লিউএইচও সতর্ক করে বলছে, দুই মাস সংক্রমণ কমার পর আবার তা বাড়তে শুরু করেছে।

ইএমএ’র কাভালেরি জানান, নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে তথাকথিত ডেল্টা প্লাসসহ সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তাদের টিকার কার্যকারিতা যাচাই করার জন্য। তিনি বলেন, গত কয়েক মাসে অনেক ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে এবং সংকট উত্তরণে আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here