Home Bangladesh টিকা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থেকেই গেছে : রিজভী

টিকা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থেকেই গেছে : রিজভী

131
0

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরো বলেছেন, ‘দেশে এখন করোনার টিকা দেওয়া হচ্ছে। আমরা আগে থেকেই বলছি, ভারত থেকে যে করোনার টিকা নিয়ে আসা হয়েছে, এর বিষয়ে আরো বেশি গবেষণা করে এটার নির্ভুলতা এবং এটা যে মানবদেহের জন্য কার্যকর হবে এই বিষয়টি আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরা উচিত ছিল। কিন্তু সরকার সেটা না করে একতরফাভাবে করোনার টিকা দেওয়া শুরু করেছে। ফলে মানুষের মধ্যে যে সন্দেহ, সেই সন্দেহটা থেকেই গেছে।’

নড়াইলের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আজ রোববার দুপুরে রাজধানীর পল্টন মোড় থেকে বিজয় নগর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এ কথা বলেন রিজভী। জাতীয়তাবাদী মৎসজীবী দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল আয়োজিত হয়।

এ সময় রিজভী বলেন, ‘ভারত থেকে যে করোনার টিকা নিয়ে আসা হয়েছে, তা নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। টিকা নেওয়ার জন্য ১৮ কোটি মানুষের দেশে মাত্র দুই লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছে। এতেই বোঝা যায়, এটা নেওয়ার জন্য মানুষের কোনো আগ্রহ নেই।’

রিজভী আরো বলেন, ‘আওয়ামী লীগের টপ টু বটম হচ্ছে মুখস্ত মিথ্যা কথা বলে। দুই দিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ হাঙ্গেরিকে পাঁচ হাজার ভ্যাকসিন দিবে। অথচ আমরা জানতে পারলাম, হাঙ্গেরির সঙ্গে এ বিষয়ে কোনো কথাই হয়নি। কারণ, হাঙ্গেরি নিজেই একটি উন্নত দেশ। তাদের বাংলাদেশ থেকে টিকা নেওয়ার কথা না। সেটা তাদের গণমাধ্যমেই প্রচার হয়েছে। সেখানে বলা হয়েছে তারা বাংলাদেশ থেকে টিকা নেবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘শাহরিয়ার আলমও সেই মুখস্ত মিথ্যা কথাই বললেন। যারা জনগণের কাছে জবাবদিহিতা করে না, তাদের কোনো নীতি নৈতিকতা নেই, তারা মিথ্যা কথা বলাকে জায়েজ মনে করে। শুধুমাত্র দেশের লোককে তারা বিভ্রান্ত করছে না, গোটা বিশ্ববাসীকে তারা বিভ্রান্ত করছে। এবং এটা করতে গিয়ে তারা গোটা দেশের ইমেজকে বিনষ্ট করছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক আবুল বাশার, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জাহিদুর রহমান, যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন, সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা মোরশেদ আলম, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here