Home International টিকা না নিলে চাকরি নেই!

টিকা না নিলে চাকরি নেই!

113
0

করোনা মোকাবিলায় নিজ দেশের নাগরিকদের টিকা নিতে বাধ্য করতে এবার কঠোর পদক্ষেপ নিলো নিউজিল্যান্ড সরকার। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষকসহ যেসব সম্মুখ সারির যোদ্ধারা টিকা নিচ্ছেন না তাদের চাকরি থাকবে না বলে সাফ জানিয়েছে কর্তৃপক্ষ।

এক ঘোষণায় বলা হয়েছে, ‘নো ভ্যাকসিন, নো জব’। এই নীতির ফলে টিকা নেওয়ার প্রবণতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার নিউজিল্যান্ড সরকারের করোনা প্রতিরোধ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘আগামী ১ ডিসেম্বরের মধ্যে যেসব ডাক্তার ও নার্স করোনা টিকার দুই ডোজ নিতে ব্যর্থ হবেন, পরের দিন থেকে তাদের চাকরি থাকবে না’।

রয়্যাল নিউজিল্যান্ড কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার সরকার এতে সমর্থন জানিয়েছে। বিশেষজ্ঞরা এ নীতি গ্রহণকে ‘সাহসী ও সময়োপযোগী’ বলে বর্ণনা করেছেন। করোনার সংক্রমণ রোধেই নিউজিল্যান্ড সরকার কঠোর হতে বাধ্য হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here