জিজ্ঞাসাবাদ শেষে পি কে হালদারের ‘সহযোগী’ বাবা-মেয়ে গ্রেপ্তার

    252
    0

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ‘সহযোগী’ সুকুমার মৃধা ও তাঁর মেয়ে অনিন্দিতা মৃধাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে দুদক।

    আজ বৃহস্পতিবার দুজনকে দুদকে তলব করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর পরই ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তাঁদের হাজির করে তিন দিন করে রিমান্ড আবেদন করে দুদক।

    কিছুক্ষণের মধ্যে তাঁদের রিমান্ড শুনানি আদালতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ জুলফিকার।

    পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতেই পি কে হালদারের বিদেশ পালান। গত ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here