Home Bangladesh  জমি নামজারির জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা...

 জমি নামজারির জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা খরচ হয়?

68
0

নামজারির জন্য আবেদন করতে প্রয়োজনীয় কাগজ পত্রঃ১। ক্রয়সূত্রে মালিক হলে উক্ত দলিলের সার্টিফায়েড কপি।২। ওয়ারিশ সূত্রে মালিকানা লাভ করলে অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত ওয়ারিশ সনদ ।৩। বায়া দলিলের ফটোকপি৪। জমির সবগুলো খতিয়ানের ফটোকপি ।৫। ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ।৬। জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্বের সনদ ।৬। ভূমি উন্নয়ন কর বা খাজনা রসিদ ।:white_check_mark: কোথায় নামজারির জন্য আবেদন করতে হবে?উপজেলা ভূমি অফিসে অথবা আমরা যাকে এসি ল্যান্ড অফিস নামে জানি সেখানে নামজারির জন্য আবেদন করতে হবে ।:white_check_mark: সর্বশেষ গেজেট অনুসারে জমি খারিজ করতে মোট 1150 টাকা লাগে। কোন ক্ষেত্রে কত টাকা লাগে তা land.gov.bd এর অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। তাছাড়া আপনারা যখন জমি খারিজ করে ফেলবেন তখন খারিজ কৃত কাগজের উপরে 20 টাকা দামের কোর্টফি লাগিয়ে দেওয়া হবে। অর্থাৎ অফিশিয়াল ভাবে আপনাদের মোট 1170 টাকা প্রদান করতে হবে। তাছাড়া অনলাইন খরচ এবং সামান্য কিছু খরচ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here