Home Bangladesh কালবৈশাখীর ছোবলে লন্ডভন্ড দিনাজপুরের কয়েকটি গ্রাম

কালবৈশাখীর ছোবলে লন্ডভন্ড দিনাজপুরের কয়েকটি গ্রাম

52
0

কালবৈশাখীর তান্ডবে দিনাজপুরের খানসামা উপজেলার কয়েকটি গ্রাম লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

১৮মে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় কালবৈশাখী ঝড়ের ছোবলে কয়েকটি গ্রামের গাছপালা, ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝরে গেছে গাছের আম, কাঁঠাল, লিচু, কলাসহ ইত্যাদি ফসল। পানিতে তলিয়ে গেছে ইরি-বোরো ধানক্ষেত। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুত ও সড়ক যোগাযোগ।

উপজেলার ভেড়ভেড়ী ইউপির টংগুয়া গ্রামের চেয়ারম্যান পাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জনৈক আনোয়ারের ঘরের টিন ঝড়ে উড়ে গিয়ে বিদ্যুৎ তারের সঙ্গে ঝুলিয়ে রয়েছে, প্রতিবেশি মাহবুবের টিনের ঘর ভেঙ্গে দুমড়ে-মুচড়ে গেছে, রানী আক্তারের ব্রাইট ফিউচার স্কুলের উপর আম গাছ ভেঙ্গে পরে নষ্ট হয়ে গেছে ঘরের টিন।

উপজেলার ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল জানান, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে অন্তত দুইদিন সময় লাগবে।

উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার জানান, উপজেলার ৬ ইউপির সকল চেয়ারম্যানকে ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বলা হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের মাঝে কিছু সহায়তা দেয়া হয়েছে। তালিকা পেলে সকলকে সাধ্য অনুযায়ী সরকারি সহায়তা দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here